ডেস্ক রিপোর্ট: এতিমদের নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) সাতক্ষীরা মেডিকেল কলেজের বঙ্গবন্ধু ছাত্র হলে মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে শতাধিক এতিম শিশু অংশ নেয়। সামেক ছাত্রলীগের সভাপতি মো. আজমল হোসেন জানান, সামেক ছাত্রলীগের সদস্যরা এতিম শিশুদের ইফতারের আয়োজন করেছে। ১০০ শিশুসহ মোট ২০০ জন একসাথে ইফতারি করছে। সকল বৈষম্য দূর হয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করি।