দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা বিআরডিপি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরকে বাপ্পার সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি তদন্ত উজ¦ল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, ১৭ বিজিবির এনসিও সৈয়দ আবদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কায়সার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, জেলা কৃষকলীগ নেতা মোজাফ্ফর হোসেন খোকন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক রাসেল আহম্মেদ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, সাইফুল ইসলাম, এমএ মামুন, মোসলেম আলী, মোমিনুর রহমান, আব্দুস সালাম, নাসিরউদ্দীন সজীব, রুহুল আমিন, ইয়াকুব হোসেন রাজু, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।