ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পানিতে ডুবে ঐশি (৬) ও মিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের ঢালীর ঘের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঐশি ওই এলাকার আনারুল ইসলামের মেয়ে ও মিম সাগর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, মিম ও ঐশি এক সাথে খেলা করতে করতে বাড়ির পাশর্^বর্তী ঘেরে পড়ে যায়। এতে ঘেরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।
কুলিয়া ইউপি সদস্য বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।