তুমি এসেছিলে
পবিত্রতার সুমধুর সুরে, হে মাহে রমাদান,
এসেছিলে, এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে
ইন্দ্রিয়ের সকল পাপাচারের করিলে শবদান।
একটি মাস তোমায় করিলাম লালন,
ধুয়ে দিলে সব কলঙ্ক, অপবিত্রতা
ফিরে পেলাম সেই ফেলে আসা বেহেস্ত কানন।
আজ বেজেছে তোমার বিদায়ের স্বকরুণ সূর
কেমনে যে তোমায় দিই বিদায়!
অশ্রু বদনে নাকি শপথের বজ্র মহিমায়,
শপথ, সব পাপাচারকে রাখব বহুদূর।
জানি, সামনে কণ্টকাকীর্ণ পথ
অপরাস্তা, অরাজ অশনীর ডাক,
অসীম অনন্তে মহাশূন্যতায়
বিপুল ধনরাশি, শুনিয়েছ সীমার ওপারে
প্রেমময়ী জগৎ প্রভূর ডাক।
আর যদি, পথ ভুলে যায়
দোয়া করিও, রহিম-রহমানের শান,
এই পাপী অভাগার তরে
হায়াতে থাকি যেন আরো এগারো মাস
তোমায় পাই যেন ফিরে, হে মাহে রমাদান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/