রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জ বাজারে নিষিদ্ধ মসলা ও মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে একটি হোটেল, দুইটি মিষ্টির দোকান ও এক মুদি দোকানীকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
সূত্র জানায়, একটি খালি মিষ্টির প্যাকেটের ওজন ৪টি মিষ্টির ওজনের সমান। মিষ্টির প্যাকেটের জন্য ৪টি করে মিষ্টি ক্রেতারা কম পান। তাতে ক্রেতাদের ঠকানোর অপরাধে রাজগঞ্জ বাজারের জনতা হোটেলকে ৪ হাজার টাকা, ভাগ্যকূল মিষ্টি ভান্ডারকে ৪ হাজার টাকা, দাদা ভাই সুইটকে ২ হাজার টাকা ও আশিক স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় সাইয়েমা হাসান বলেন, বর্তমানে ৫২টি ব্র্যান্ডের নিষিদ্ধ পণ্য জব্দ ও ধ্বংসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এগুলো আপনারা বিক্রি করবেন না। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ভূমি অফিসের নায়েব আবু বক্কর।
রাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানীকে জরিমানা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/