ইউনুস গাজী, নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে পাকা কলার ব্যাপক চাহিদা থাকায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের অসাধু কলা ব্যবসায়ীদের বিরুদ্ধে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগ উঠেছে।
জানাগেছে, রমজানের শুরু থেকেই রাজগঞ্জ বাজারের অসাধু কলা ব্যবসায়ীরা বাগান থেকে অপুষ্ট কলা কেটে এনে গুদানে ভরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে রাতারাতি সেই কলা পাকাচ্ছে। বিকালে যে কাচা কলা গুদামে ঢুকাচ্ছে, সেই কলা পরদিন সকালে বাহারী রঙের চেহারায় বের করা হচ্ছে। ফলে ক্রেতারা আকৃষ্ট হচ্ছে বেশ । অনেকেই জানিয়েছেন, বাহারী রঙের পাকা কলা কিনে বাড়িতে আনার পর দেখা যাচ্ছে, কলার গায়ের রঙ কালো হয়ে যাচ্ছে।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, অন্য সময়ের থেকে পবিত্র এ রমজান মাসে কলার দাম বাড়ানো হয়েছে। সাধারণত অন্য সময় যে পাকা কলা ২৫ টাকা কেজি বিক্রি হতো, এখন সেই কলাই বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বাজারে বিক্রি হওয়া বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো পাকা কলা এই প্রচন্ড গরমে খেলে, পেটের পীড়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ।
রাজগঞ্জে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা : বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রি হচ্ছে দেদারছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/