নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জের ১৭২নং রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। যে কোনো সময় ভবনের ছাদ ও বিম ধ্বসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফলে চরম আতংকে রয়েছে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে স্থানীয় মো. আইয়ুব হোসেন জানান, এই বিদ্যালয়ে ২১৫জন কোমলমতি শিশু ভয়ে ভয়ে ক্লাস করছে। শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে পড়াশোনার জন্য অবস্থান করে।
স্থানীয় এলাকাবাসী আরও জানান, ১৯৮৯ সালে রামনাথপুর গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে অদ্যাবধি ওই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়ানো হচ্ছে। বর্তমানে এই বিদ্যালয়ের পাকা ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, এইতো কিছুদিন আগে আমাদের ক্লাসরুমের বিমের অংশ বিশেষ ভেঙে পড়েছে। আমরা ভয়ে ভয়ে ক্লাসরুমে বসে ক্লাস করি। এজন্য আমাদের পড়াশোনায় মন বসানো কঠিন। কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫জন শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা সবাই চরম আতংকের মধ্যে আছে। তাই অচিরেই একটি নতুন ভবন নির্মাণ করা অত্যাবশ্যক এবং ঝুঁকিপুর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা দরকার। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার অভিভাবক মহল।
রাজগঞ্জের রামনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতংকে শিক্ষার্থীরা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/