যশোর প্রতিনিধি: যশোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোলাইমদ ও ডিনোচার্ড স্পিরিট উদ্ধার করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে যশোর সদর উপজেলার বিরামপুর গাবতলা হানিফের বাসার ভাড়াটিয়া আলাউদ্দিন ওরফে পাচুয়ার ছেলে।
৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় যশোর বেনাপোল সদরের পুলের হাট বাজারের পূর্ব দিকে ব্রিজের উপর থেকে রবিউল ইসলামকে ৫শ মিলিলিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
অপর দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে মঙ্গলবার বেলা ১১টায় যশোর চৌগাছা আম বটতলা বাজারের ময়মুন এন্টারপ্রাইজ দোকানে অভিযান চালিয়ে ৮.৫ লিটার ডিনোচার্ড স্পিরিট উদ্ধার করে। এসময় দোকানের মালিক সদর উপজেলার সাজিয়ালী মাঝের পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে জামাল উদ্দিন পালিয়ে যায়। ওই টিম দুপুর ১টায় পুলেরহাট বাজারস্থ রাজগঞ্জ রোডে শফি মার্কেটে জুয়েল ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়ার দোকানে অভিযান চালায়। ওই দোকানের মালিক তফসীডাঙ্গা আলী মাদ্রাসার সামনে মৃত মোসলেম মোড়লের ছেলে মো. হাদিউজ্জামান ওরফে জুয়েল পালিয়ে গেলেও তার দোকানে থাকা ৮ লিটার ডিনোচার্ড স্পিরিট উদ্ধার করা হয়।
এছাড়া, দুপুর ২টায় পুলের হাট সৈনিক সদর হার্ডওয়ার দোকানের মালিক তফসীডাঙ্গা গ্রামের সদর উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। আশরাফুল ইসলাম পালিয়ে গেলে তার দোকান থেকে ডিনোচার্ড স্পিরিট উদ্ধার করা হয়।
এঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে
যশোরে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/