Site icon suprovatsatkhira.com

যশোরে পুলিশ পরিচয়ে ছিনতাই

যশোর প্রতিনিধি: যশোর বেনাপোল সড়কে রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে পুলিশ পরিচয়ে ছিনতাই করেছে কয়েকজন দুর্বৃত্ত। এসময় দুইজনকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তারা। ধারালো অস্ত্রের আঘাতে আহত আকবার আলী (২০) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চাঁচড়া চেকপোস্ট এলাকার কুরবান আলীর ছেলে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার সহযোগী সুমন সরদার (১৫) একই এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তারা দুইজনে নাভারণ বাজারের যশোর ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেটরে কাজ করে।
শোর ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেটরে মালিক সামসুজ্জামান শিপন বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে তারা দুইজনে বের হয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর বেনাপোল রোডের রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে পৌছুলে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে গতিরোধ করে। পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছে ফেনসিডিল আছে বলে সমস্ত শরীরে চেক করে। পরে তাদের কাছে কিছু না পেয়ে আকবারের পকেটে থাকা সাড়ে ৪ হাজার টাকা নেয়ার চেষ্টা করলে তারা দুইজনে বাধা দেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আকবারের মুখে, হাতেসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা আবার বেনাপোলের দিকে চলে যায়। স্থানীয়রা আকবারকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করে দেয়।
যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডাক্তার খালিদ বলেন, আকবারের শরীরে কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। তবে অবস্থা আশংকাজনক নয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version