যশোর প্রতিনিধি: সমাজে শিল্পবোধ সম্পন্ন মানুষের প্রয়োজন আছে উল্লেখ করে যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, শিল্প ভাবাপন্ন মানুষ কখনো রডের পরিবর্তে বাঁশ দিতে পারে না। তারা সমাজের কাউকে ক্ষতি করতে পারে না। সমাজ উন্নয়নে কাজ করে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে।
সোমবার দুপুরে এস.এম সুলতান ফাইন আর্ট কলেজের চিত্রকলার ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কর্মশালার পরিচালক প্রফেসর শাহজাহান আহম্মদ বিকাশ।
প্রভাসক গৌতম বিশ্বাসের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক সঞ্জীবন মন্ডল, জামিল আহমেদ, গ্রন্থগারিক আব্দুর রাজ্জাক, প্রভাষক এস এম তাইফুর রহমান, সহগ্রন্থগারিক জিন্নাত আরা, শিল্পী সোহেল প্রাণ।
যশোরের জেলা প্রশাসক ও এস.এম সুলতান ফাইন আর্ট কলেজের সভাপতি আব্দুল আওয়াল ছবি এঁকে কর্মশালার উদ্বোধন করেন।
যশোরে চিত্রকলার ওয়ার্কশপে জেলা প্রশাসক আব্দুল আওয়াল: সমাজে শিল্পবোধ সম্পন্ন মানুষের প্রয়োজন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/