Site icon suprovatsatkhira.com

মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ থানার এসআই মনির তরফদারের বিচার চেয়ে তিন নারীর সংবাদ সম্মেলন সত্য নয় উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে কালিগঞ্জের মহিষকুড় গ্রামের শেখ আবু হাসানের ছেলে কলেজ ছাত্র শেখ হেলাল এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তার মামা সাইফুল ও ফেরদৌস সাথে ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল বলেন, আমাদের আপত্তি ও অভিযোগের মুখে কালিগঞ্জ থানার এসআই মনির ঘটনাস্থলে এসে শান্তি বজায় রাখার চেষ্টা করেন এবং ঘর তুলতে নিষেধ করেন। এসআই মনির প্রতিপক্ষের পক্ষ না নেওয়ায় তারা তাকে গালিগালাজ করে ও অশালীন মন্তব্য করেন। এমনকি আমাদের পক্ষের লোকজনের ওপর প্রতিপক্ষ চড়াও হয়। এরপরই ১৪ মে তারিখে তারা এসআই মনিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসআই মনিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনকারীরা ওই এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত। তারা মিথ্যা বক্তব্য দিয়ে আমার, আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন আমি তার প্রতিবাদ জানাচ্ছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version