মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে ৩০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে সিরাজলিস্ট মাত্র ৪০ বোতল দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে বুধবার (৮ মে) সকালে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে।
মণিরামপু থানার এসআই নবুওয়াত হোসেন জানান, মণিরামপুর হয়ে বড় ধরনের একটি ফেনসিডিলের চালান পার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অপর এএসআই রাসেল হোসেনসহ পুলিশের একটি দল ঐ কলেজের সামনে অবস্থান নেয়। ঘটনার সময় একটি ইজিবাইক আটক করে বস্তা ভর্তি ফেনসিডিলসহ সাতক্ষীরা সীমান্ত এলাকার এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম কলারোয়া উপজেলার কোমলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই নবুওয়াত মাদক ব্যবসায়ী শফিকুলকে আটকের বিষয়টি স্বীকার করলেও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে এমন তথ্য অস্বীকার করে বলেন, মাত্র ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।
মণিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিল আটক ১, সিজারলিস্টে ৪০ বোতল দেখানোর অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/