মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচার আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে যশোরের মণিরামপুরের অন্তত ২০ গ্রামের মানুষ। নারীর সম্ভ্রম, ডাকাতি ও শিশু পাচার রক্ষায় রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছে তারা। সন্ধ্যা নামলেই মসজিদের মাইক থেকে মাইকিং করে পাহারা দেওয়ার জন্য গ্রামবাসীকে আহবান করা হচ্ছে। গত রবিবার (৫ মে) সন্ধ্যার পর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর গ্রামের দাসপাড়ায় অপরিচিত দুজন নারীকে দেখে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। এসময় ওই নারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী তাদের একজনকে আটক করে মনিরামপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর ধারণা ওই নারীরা বোরকা বাহিনীর সদস্য বা শিশু পাচারকারী হতে পারে। এরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচারকারীরা সক্রিয় হচ্ছে। এই আতঙ্কে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার হয়াতপুর, আটঘরা, ত্রিপুরাপুর, পারখাজুরা, হাজরাকাটি, চালুয়াহাটি, তাজপুর, হালসা, পাড়দিয়া, চন্ডিপুর, ঝাঁপাসহ বিভিন্ন গ্রামে রাত জেগে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে।
উপজেলার আরসিইউ প্রি-ক্যাডেট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান তারেক জানান, তার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও স্থানীয় পাড়দিয়া গ্রামের জিয়াউর রহমান খা’র ছেলে ফরহাদ হোসেন ৪-৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। উপজেলার চালুয়াহাটি ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, সম্প্রতি পাশ্ববর্তী ঝিকরগাছা উপজেলার একটি গ্রামে ডাকাতিকালে ওই বাড়িতে নারী ধর্ষণের ঘটনা ঘটে বলে গুঞ্জন ওঠে। এর পরপরই আমাদের এলাকায় এ ধরনের নানা গুজব ছড়িয়ে পড়ে। ঝাঁপা গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম জানান, মসজিদের মাইক থেকে এলাকা পাহারা দেওয়ার জন্য আহবান করা হচ্ছে। সেই আহবানে সাড়া দিয়ে শান্তিতে বসবাস করার জন্য আমরা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছি। উপজেলার চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হামিদ বলেন, ডাকাতি, ধর্ষণ বা শিশু পাচার এমন কোন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। গুজব এবং কান কথার উপর ভিত্তি করে এলাকাবাসি রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে। মণিরামপুর থানার ওসি (তদন্ত) এস.এম এনামুল হক বলেন, বিভিন্ন এলাকায় এ সকল বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। আসলে এর কোন ভিত্তি নেই। এতে জনগনের আতঙ্কিত হবার কিছুই নেই।
মণিরামপুরে ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচার আতংক, রাত জেগে পাহারা দিচ্ছে মানুষ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/