মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আমার নিজের কোন শক্তি নেই, জনগণই আমার শক্তি, ২০ বছর আগে আমি কোথায় ছিলাম, আজ আপনারা আমাকে কোথায় এনেছেন, আমি যতদিন আছি মণিরামপুরে কোন অশুভ শক্তি, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না। সমস্ত দুষ্কৃতকারীদের মণিরামপুরের মাটি থেকে সমূলে উৎপাটন করা হবে। ইতোমধ্যে সকল চাঁদাবাজদের আড্ডাখানা গুড়িয়ে দেয়া হয়েছে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি চাঁদাবাজ ও চাঁদাবাজদের আস্তানা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। বুধবার (১ মে) সন্ধ্যায় মণিরামপুর পৌর এলাকার তাহেরপুরে উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এসব কথা বলেন।
উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমন আহাম্মেদ হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা শুধু শহরে নয়, পৌঁছে যাবে গ্রামে। ইতোমধ্যে মণিরামপুর পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। পৌর শহরের যানজট নিরসনে অচিরেই বাইপাস সড়কের কাজ শুরু করা হবে। এ বাইপাস সড়কের সাথে পূর্ব ও পশ্চিম দিক থেকে সংযোগ সড়ক তৈরী করে বাইপাসের সাথে সংযুক্ত করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম,এম নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হোসেন, পৌর আ’লীগনেতা মোন্তাজ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন প্রমুখ।
মণিরামপুরে কোন অশুভ শক্তি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হবে না: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
https://www.facebook.com/dailysuprovatsatkhira/