Site icon suprovatsatkhira.com

মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের দক্ষিণপাড়ার রাস্তা পাকাকরণের দাবি

স্বপ্না রায়, রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরের পশ্চিমাঞ্চলের সর্বাপেক্ষা অবহেলিত জনপদ হেলাঞ্চী গ্রাম। স্বাধীনতার দীর্ঘ ৪ যুগ অতিবাহিত হতে চললেও এই গ্রামের অধিকাংশ রাস্তা এখনও রয়েছে কাঁচা। বছরের পর বছর পার হয়ে গেলেও এই গ্রামের দক্ষিণপাড়ার রাস্তাটিতে এক মুঠো মাটি পর্যন্ত পড়েনি। কত জনপ্রতিনিধি গেছে এসেছে তবুও তাদের দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। রাস্তাটির বেহাল দশা সচোখে না দেখলে বিশ্বাস হবে না। বর্ষাকাল এলেই মানুষের দুর্ভোগ আর ভোগান্তির সীমা থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে, মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের হাসপাতাল মোড় থেকে দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হতে চলেছে বটে কিন্তু এই রাস্তাটির দিকে কারো দৃষ্টি পড়েনী। রাস্তার দুই পাশ দিয়ে বসবাস করে অসংখ্য মানুষ। এই গ্রামের গাজীপাড়া, বাছাড়পাড়া, পালপাড়া, বিশ্বাস পাড়া, সদ্দারপাড়া সহ প্রায় ১০ হাজার লোকের বসবাস। তাছাড়া গ্রামের অধিকাংশ মানুষের মাঠে যাওয়ার এক মাত্র রাস্তা এটি। মাঠের ফসল ঘরে তুলতে ব্যবহার হয় এই রাস্তাটি। তারপর স্থানীয় যানবহন বিশেষ করে নছিমন,করিমন, আলমসাধু, ভ্যানগাড়ি ও গরুরগাড়ি চলাচল করে সর্বক্ষণ। বর্ষাকাল এলেই তাই এই রাস্তায় হাটু পর্যন্ত কাঁদা-জলে পথচারি ও সব ধরনের যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ সব যানবহনের উপর নির্ভরশীল দরিদ্র শ্রেণির খেটে খাওয়া মানুষ গুলো অসহায় হয়ে পড়ে। তাদের দৈন্যতা ও বেড়ে যায়। তা ছাড়া বর্ষকাল এলেই রাস্তায় জমে থাকা প্রচুর কাঁদা পার হয়ে সাধারণ মানুষের চলাচলও মারাত্বকভাবে বিঘ্নিত হয়। এ সময় রাস্তাটির বেহাল দশা এমন চরমে পৌছায় যে স্কুলগামী অধিকাংশ শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। ওই এলাকার একাধিক ব্যক্তির অভিযোগ করেন, ৩৫-৩৬ বছর পূর্বে মৃত আনসার চেয়ারম্যান আমলে এই রাস্তায় মাটি দেওয়া হয়েছিলো। বহুবার পত্র পত্রিকায় লেখা লেখি করেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবিষয়ে টনক নড়েনী। নির্বাচন আসলে নেতারা ওয়াদা করেন। ক্ষমতায় আসলে রাস্তা পাকা করে দেবেন কিন্তু পাকা তো দুরের কথা এক মুঠো মাটিও এই রাস্তায় জোটে না। গত ২০১৪ সালের জাতীয় নির্বাচনে পর হেলাঞ্চী হাসপাতাল মোড়ে এক অনুষ্ঠানে ওই সময় এমপি মহাদয় বলে ছিলেন, আমি সর্ব প্রথম হেলাঞ্চী তরফদার পাড়ার বিদ্যুৎ আর দক্ষিণ পাড়ার রাস্তাটি পাকা করন করব। কিন্তু সব হলেও দক্ষিণ পাড়ার রাস্তাটি আজও পাকা করা হয়নি। বর্তমানে এলাকাবাসি তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তাদের ভোগান্তির অবসান ঘটিয়ে অচিরেই রাস্তাটি পাকাকরনের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version