Site icon suprovatsatkhira.com

বেড়িবাঁধ ভাঙলে যে নম্বরে জানাতে হবে

ন্যাশনাল ডেস্ক: ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দেশে কোথাও বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে বা ভেঙে গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা রয়েছে। মন্ত্রণালয় শনিবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২৯৫৪০৭০১। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কর্মকর্তাদের মাঝে এই কন্ট্রোল রুমের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version