গরম কাপে ফু দিলে ধোয়া ছেড়ে ছেড়ে
ঠিক উঠে বাজার দর ক্রেতার ফর্দে।
পাল্লার ঠোঁট দিয়ে গড়িয়ে যায় লোভ,
ফিকিরের কাদা মেখে কালো সেই মন।
অথচ পবিত্র দিন এসে কড়া নাড়ে।
মজুদদার তবুও লোভে গরহুশ,
সাচ্চা দিল নিয়ে বুঝি আসে নাই ওরে।
রতন বৈভব ভবে সুখ নাহি দিতে,
ত্যাগের মহিমা গান শোনাও বারেকে।
নিক্তি পণ্য তুলি দাও সুলভে সকলে,
সম্মুখে রমাদান যে ডাকিছে তোমারে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/