Site icon suprovatsatkhira.com

নুসরাত : গাজী আবদুর রহিম

‘আমার মায়ের কান্নার প্রখর বিষণœতায়
আকাশ থেকে নীল রঙের অশ্রু ঝরে পড়ে।
কিছুদিন হল, আমার বোন নুসরাতের মৃত্যু
দেশীয় হায়েনার বিষাক্ত দাঁতে
প্রিয় ছোট বোনটাকে চিবিয়ে খেয়েছে
তবু মরে যায়নি সে, প্রতিবাদ করেছে।
তারপর, হায়েনা হাতের বহ্নি শিখায়
নিভে গেছে সেই ফুঁটন্ত গোলাপ।
চারিদিক জুড়ে হাহাকার, নেই সঠিক বিচার
হেরে গেছো বোন, জীবনের যুদ্ধে; তবু নেই ক্ষয়
নুসরাতের মুখ যেন বাংলার মানচিত্র হয়েছে
রাজপথ ঘিরে বাংলার প্রতিটি প্রান্তরে।
ফেনী জেলা, এ যেন নতুন বাংলাদেশ,
দৈনিক কাগজগুলো বারবার বলে, নুসরাত মরেনি
মরে গেছে দেশের নারী অধিকার।
পথের দু’ধারে সবুজ ঘাসে জমে থাকা শিশির কণা
সেও আজ নুসরাত হত্যার বিচার চাইছে,
নুসরাতের হত্যাকারীদের শাস্তি চাই, শাস্তি চাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version