মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (পাটকেলঘাটা): পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন পরিষদে বাস্তবায়নাধীন লোকাল গভমেন্ট ফর চিল্ড্রেন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার (৯ মে) সকালে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ’র সহায়তায় বাস্তবায়নাধীন এই কার্যক্রম পরিদর্শন করেন তারা।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক এমএম মাহমুদুর রহমান, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কু-ু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরকার, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল, আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহারের সমন্বয়ে পরিদর্শনকারী দলটি ধানদিয়া ইউনিয়নের শিশু বান্ধব বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি’র প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গাউসুল আযম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, অপূর্ব মুখার্জি, রমেশ সাহা, গোলাম সরোয়ার বাবলু, সংরক্ষিত ইউপি সদস্য মহিলা আঞ্জুমান আরা বেগম, মর্জিনা খাতুন, গ্রাম আদালত সহকারী রুহুল আমীন প্রমুখ।
ধানদিয়ায় লোকাল গভমেন্ট ফর চিল্ড্রেন কার্যক্রম পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/