Site icon suprovatsatkhira.com

দারিদ্র্য জয় করে অদম্য মেধাবী মাহবুবার জিপিএ-৫ অর্জন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দরিদ্র পিতার একার রোজগারে চলে সংসার ও তিন ভাইবোনের লেখাপড়ার খরচ। অন্য সহপাঠীদের মতো অর্থের অভাবে ঠিকমতো কোচিং করতে পারেনি সে। তারপরও দারিদ্র্র্য অদম্য মেধাবী মাহবুবা খাতুনকে দমিয়ে রাখতে পারেনি। সে এবার যশোরের মণিরামপুর উপজেলার মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে। মাহবুবার পিতা আবুল হোসেন পেশায় রাজমিস্ত্রী ও মা বিউটি খাতুন গৃহিনী।
মাহবুবা জানায়, ১২ শতক জমির উপর ভিটাবাড়ি ছাড়া বাবার কোন জমি নেই। পরের জমি বর্গা নিয়ে ৬ মাসের খাদ্যের সংস্থান হয়। রাজমিস্ত্রীর কাজ করেই চলে সংসার। পাশাপাশি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্সে (গণিত) পড়–য়া বড় বোন হাবিবা খাতুনের জন্য টাকা পাঠাতে হয়। আবার ৭ম শ্রেণিতে পড়–য়া ছোট ভাই আহম্মদ উল্লাহ’র পড়ার খরচও জোগাতে হয়। তার স্বপ্ন চিকিৎসক হওয়ার। কিন্তু যেখানে বাবাকে অন্য ভাইবোনদের লেখাপড়ার খরচ ও সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে তার এই স্বপ্ন শুধুই কি অধরাই থেকে যাবে।
আবুল হোসেন বলেন, তিনি শুনেছেন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে কোচিং-প্রাইভেটে খরচ হয়। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে জানান, তার সামান্য আয়ে মেয়ের স্বপ্ন পূরণে উচ্চশিক্ষায় খরচ জোগানো আদৌ কি সম্ভব হবে!

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version