Site icon suprovatsatkhira.com

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি আর মাত্র ২৫ দিন। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের। দলগুলো নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রয়োজনে খেলতে প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দলও বর্তমানে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে। এ সিরিজেরই ট্রফি উন্মোচিত হলো শনিবার (৪ মে)। ৫ মে থেকে মাঠে গড়াতে যাওয়া এই সিরিজের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। শেষ মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে যোগ হওয়া তাসকিন আহমেদ ও ফরহাদ রেজার একাদশে সুযোগের সম্ভাবনা প্রবল বলে জানিয়ে বিসিবি। বিসিবির এক সূত্র জানিয়েছে, দলের বোলারদের রোটেশন পদ্ধতিতে একাদশে সুযোগ দেওয়া হবে। যাতে বিশ্বকাপের বোলাদের উপর চাপ কম পড়ে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version