Site icon suprovatsatkhira.com

তোমার বিপন্ন শহরে : গাজী হাবিব

তোমার শহর রৌদ্র ভেজা
বৃষ্টি দিলাম ছুঁড়ে,
কানা-কড়ির বন-বাদাড়ে
বৃক্ষ উঠুক ফুড়ে।
তোমার শহর বদ্ধ আঁধার
আলোক দিলাম জ্বেলে,
একটু হেসো হাসা’র মতন
আমার আলোক পেলে।
তোমার শহর ইট-পাথরের
শুকনো পাতার ধ্বনি,
সবুজ সতেজ সরল কথায়
তুমিই চোখের মনি।
তোমার শহর কান্না ভেজা
আদিম যুগের খেলা,
একমুঠো প্রেম দিলাম ছুঁড়ে
ভাসুক শান্তির ভেলা।

তোমার শহর তোমার কাছে
সমুদ্র সুখের বাসা,
চন্দ্র সুরুজ তারার ভেলায়
ফুটুক শান্তির ভাষা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version