Site icon suprovatsatkhira.com

তোমাকে ফিরে আসতেই হবে : গাজী হাবিব

তোমাকে ফিরে আসতেই হবে-
নির্জনরাত তোমার অপেক্ষার বীজ বুনে
নামায় ভোরের স্নিগ্ধ বাতাস,
একা একা আর কত গুনবো, কত দেখবো
জেগে থাকা তারার মিছিল?

তোমাকে ফিরে আসতেই হবে!
তোমার মধ্যরাত।। একলা অন্ধকার
ভরা উঠোনের পথ
নদীতীর, মেঠোপথ সব আমার ছিল
হাহাকার সব তোমার
তোমাকে ফিরে আসতেই হবে!!
পাক্ষিক কবিতা, পণের গল্প, বিচ্ছিন্ন জলের
ঘ্রাণ মাড়িয়ে তোমাকে আসতেই হবে।
ইতি উতি জোনাকি ভেজা দুর্বায়
উত্তেজনায় ভারি নির্মল শিশির
দোদ্যুল পাড়, পুকুরের জল
কতশত ঢেউ, ঝিরি বাতাস
অপেক্ষায় তোমার।।
বিষাদের ঘ্রান পিষে ফিরে আসতেই হবে
ছায়াপথ ধরে এই পথে—
এপথ- ওপথ সব শপথের ঘন নিঃশ্বাস ভেঙে
ধীরে, অতি ধীরে ফিরে আসতেই হবে
যা ছিল সব আছে। আছে শাপলার দল
তোমার গোছানো রাত
সহস্র ছন্দের গোপন ছত্র।
তোমার জন্য এপথে
তোমাকে ফিরে আসতেই হবে।
তোমাকে ফিরে আসতেই হবে।
তোমাকে ফিরে আসতেই হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version