Site icon suprovatsatkhira.com

ঝিকরগাছায় তালিকায় নাম থাকলেও উপকারভোগীরা পাচ্ছেন না ভিজিডির চাউল: ইউএনও’র কাছে অভিযোগ

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ১৬৩ জনের মধ্যে প্রায় ৫০ জন ভিজিডির চাউল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ভিজিডি কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের জাহাঙ্গীর কবীরের স্ত্রী মোছা. শেফালী খাতুন।
তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন- ২০১৯-২০ সনের ভিজিডি কর্মসূচির জন্য উপকার ভোগী মহিলা নির্বাচনের তালিকার চূড়ান্ত ছকের ৬৬নং সদস্য হওয়ার পরেও কোন সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন না। উক্ত এলাকায় আমার মত অনেকেই এ প্রকল্পের আওতায় থাকার পরেও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই মর্মে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন তিনি।
ইউপি ভিজিডি মহিলা বাছাই কমিটির সদস্য সচিব ও হাজিরবাগ ইউপি সচিব মো. আবু সাঈদ বলেন, তালিকার বিষয়ে আমি সঠিক কিছু বলতে পারবো না। এই বিষয়টি ভিজিডির তালিকা ইউনিয়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তৈরি হয়ে আমার কাছে আসে। হয়তো তালিকাতে ১৫ জনের বিষয় নিয়ে সমস্যা রয়েছে। সেটার বিষয়ে রেজুলেশন তৈরি করে জমা দেওয়া হয়েছে।
ইউপি ভিজিডি বাছাই কমিটির সভাপতি ও হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আমাদের তালিকা তৈরি করার সময় ১২ জনের মত সরকারি অনুদানভোগীদের নাম ঐ তালিকাতে চলে এসেছে। যেটা মেম্বরদের কোটা অনুযায়ী। যার জন্য আমি রেজুলেশন তৈরি করে জমা দিয়েছি।
উপজেলা ভিজিডি কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা বলেন, গত ২০১৭-১৮ ভিজিডি চক্রে হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান কয়েকজনের চাউল বিতরণ করা বন্ধ করে রেখেছিলো। পরবর্তীতে অফিসের হস্তক্ষেপের মাধ্যমে সেটা মিমাংসা করা হয়। বর্তমান ২০১৯-২০ ভিজিডি চক্রে হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে চাউল বিতরণ বন্ধ করেছেন। এছাড়া তিনি ১৩ জনের নাম পরিবর্তনের জন্য ইউনিয়ন কমিটি থেকে যে রেজুলেশন পাঠিয়েছেন তাতে কোন যৌক্তিক কারণ না থাকায় উপজেলা কমিটির সভা করা হয়নি। উপজেলা কমিটির অনুমোদন ব্যতীত মূল তালিকার পরিবর্তন আনা যাবে না। ইউনিয়ন চেয়ারম্যানকে পূর্বের তালিকা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছিলো। কিন্তু তিনি হয়তো আমার কথা না মেনে তার ইচ্ছাকে বড় করে দেখেছেন। ইউএনও স্যারের নিকট একজন উপকারভোগী অভিযোগ করেছেন। সেটা আমার কাছে তদন্তের জন্য দেওয়া হয়েছে। আমি অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত পূর্বক ইউএনও স্যারকে প্রতিবেদন দেব।
উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাহিদুল ইসলাম বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version