ডেস্ক রিপোর্ট: ‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে শ্রমিক অধিকার আদায়ের প্রত্যয়ে জেলাব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন বুধবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শামীম আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সর্কেলের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) আরেফিন সিদ্দিকী, জিপি অ্যাডভোকেট সরকার যামিনী কান্ত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাতক্ষীরা জেলা হোটেল রে¯েঁÍারা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবহাটায় শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালিত
দেবহাটায় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১ মে) ১০টায় সখিপুর মোড় হতে শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সখিপুর মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউপি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, পরিতোষ বিশ্বাস, উপজেলা শ্রমীক লীগের সহ-সভাপতি আয়ুব হোসেন, মিজানুর রহমান, এশারাত, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, প্রচার শহিদুল ইসলাম, দপ্তর আজিজুল হক আরিফ, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওজিহার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমীক লীগের সিরাজুল, সম্পাদক আরিজুল, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শেখ রাজিব হোসেন জজ, কুলিয়া ইউনিয়ন সভাপতি পরান চন্দ্র সরকার, শ্রমিক নেতা লিয়াকত হোসেন, ইসমাইল হোসেন, জাহিদ হাসান, শহিদ আহম্মেদ, মাজাহারুল ইসলাম প্রমুখ।
শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি এসএম কামরুল হায়দার নান্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ সবুজ, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ, শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ লিয়াকত আলী প্রমুখ। এছাড়া হাজী কুরবান আলী বাস টার্মিনাল সমিতির সম্পাদকসহ শ্যামনগর ও কালিগঞ্জের সকল শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সভা
মহান মে দিবস উপলক্ষ্যে পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পলাশপোল তেতুলতলাস্থ সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়। বক্তব্য দেন সংস্থার সিনিয়র সদস্য আশরাফুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম ময়না, শুকুর আলী সরদার, কুরবান আলী সরদার, সহ-সম্পাদক জুম্মান আলী সরদার, যুগ্ম সম্পাদক আবু সাঈদ মো. পারভেজ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, রওশান জাহান রুপা, মাহফুজ আলী সুজল, অনিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
ইটাগাছা ভিআইপি জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা
মহান মে দিবস উপলক্ষ্যে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইটাগাছা ভিআইপি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি মো. আজিজুল হক আজিজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. বকুল মোড়ল, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, যুগ্ম সম্পাদক শাহাজান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন আলী জুয়েল, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক জিয়ারুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ইটাগাছা ভিআইপি জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্য পরিবার ও স্বেচ্ছায় অবসর নেওয়া সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
জেলা শ্রমিক লীগের আলোচনা
‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মে দিবস ২০১৯ ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা শ্রমিক লীগের আয়োজনে এ সভা হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা শ্রমিক লীগ একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সংগঠন। আমি যতদিন বেঁচে আছি ততদিন সাধারণ জনগণ ও শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবো। শ্রমিকদের পক্ষে আমার অবস্থান সব সময় আছে এবং থাকবে। শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। কিছু জামায়াত ও রাজাকার পরিবারের সন্তানদের কারণে সাতক্ষীরার উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে ঐ কুচক্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ খালেক, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহম্মেদ সোহাগ, বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, রফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ইটাগাছা ভি.আই.পি ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, নারকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র নাজমুল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
নারিকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা
ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের নারিকেলতলাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নারকেলতলা কার্যালয়ে আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘শ্রমিকরা তাদের মাথার ঘাঁম ঝড়িয়ে পরিশ্রম করে। দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অনেক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন।’
এসময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি শেখ তামিম আহম্মেদ সোহাগ, বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, সহ সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, আশরাফ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে নারিকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় নারিকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্যাক্টর ও কাভার্ডভান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
পাটকেলঘাটায় ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত
পাটকেলঘাটায় ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ৯টায় এ উপলক্ষ্যে পাটকেলঘাটা বাজারের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, সরুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলুর রহমান, সুজাউদ্দীন, আলফাজ হোসেন, হোচেন আলী, মানিক প্রমুখ।
পাটকেলঘাটায় অটোট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু সমিতি
পাটকেলঘাটায় অটোট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু সমিতির উদ্যেগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সভাপতি আসাদ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, শহীদুল মোড়ল, প্রচার সম্পাদক আজাদ, পাপ্পু প্রমুখ।
কেশবপুরে শ্রমিক লীগের মহান মে দিবস পালিত
কেশবপুরে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, সিনিয়র আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
কেশবপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত
কেশবপুরে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সামছুর রহমান বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আতিয়া রহমান।
সদর উপজেলা ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
সদর উপজেলা ওয়েল্ডিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা মোড়স্থ ইউনিয়নের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়নের সভাপতি শেখ মফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, ইউনিয়নের উপদেষ্টা ইছহাক সরদারসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ সরদার। সভায় শ্রমিকদের ৮ঘণ্টা ডিউটি এবং অভার টাইম কাজ করার বিষয় নিয়ে মালিক সমিতির সাথে আলোচনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
ভোমরায় স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা
সাতক্ষীরায় ১৩৩তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) বিকালে ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোমরা স্থলবন্দরের ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সভাপতি মীর মহিতুল আলম মহি, সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরায় টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন
সাতক্ষীরায় নানা আয়োজনে জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়স্থ জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা হয়। ইউনিয়ন সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি এপিপি ফাহিমুল হক কিসলু, জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবদুল হামিদ খোকন, মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম মন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
কালিগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
কালিগঞ্জে যথাযথ মর্যাদায় ১৩৩ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ৭টায় দিবসটি উপলক্ষ্যে শ্রমিক ইউনিয়নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় বাসটার্মিনাল থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। আছরের নামাজের পর মৃত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ও আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল করিম সাবু। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ বাস-মিনিবাস, মাইক্রোবাস, কোচ মালিক সমিতির সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দায়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।