জাগো বাংলা জেগে ওঠো হে বাংলা
জাগো নিরব মাটির স্বচ্ছল পানি
জাগো জেগে ওঠো বাংলা।
তোমার কোলে কত শিশু
কত নর-নারী রয়েছে যে
আঁচল পেতে।
তোমাকে পেতে সবারই রয়েছে
যে কত আশা কতই না
ভরসা, আর কেউ নাইবা জানুক
আমি তো জানি এই বাংলা
একদিন জেগে ওঠবেই। জাগো
জেগে ওঠো হে বাংলা।
কারোর আশা, কারোর ভরসা
হবে না কখনো নিরাশ।
পূরণ হবে পূরণ করো হে
আগামীর ভবিষৎ!!!