কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ব্যাবসায়ী নাছির আহম্মেদ গাজী প্রমুখ।
অপরদিকে, একই দিন কেশবপুর পৌরসভার আয়োজনে পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুরূপ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, আওয়ামী লীগ নেতা সালাম খান, আবুল বাসার খান, সেলিম খান প্রমুখ।
কেশবপুরে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/