রোদ উড়ে যায় মাঠের দিকে
রোদ উড়ে যায় গাঁয়ে,
রোদ উড়ে যায় উপর, নিচে
ডাইনে এবং বায়ে।
রোদের আচে গলছে যে পিচ
ঢলছে গাছের পাতা,
স্রোতের মত ঘামছে শরীর
যতই ধর ছাতা।
নাওয়ার পানি, খাওয়ার পানি
নিচ্ছে রোদে উড়িয়ে,
বুড়ো মুন্সি চায়ের কাপে
ফু দিয়ে খায় জুড়িয়ে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/