আমি ঘুরেছি কত শহর-বন্দরে।
পেয়েছি খুঁজে গ্রামের সেই কোলে।।
মেতেছি আমি শহরের কোলঘেঁষে।
পারিব কি গ্রামকে ভুলে যেতে।।
শহরের সেই পদ গুলি।
অলিগলিতে যে ভুল করি,
যদিও শহরে মেতেও আছি।।
গ্রাম নয় সবি চিনি,
গ্রামের সেই চেনা পথে।।
কত সৌন্দর্য লুকিয়ে আছে।
তবে তো গ্রামকে ভালোবাসি।।
শহরে যদিও বা থাকি,
তবু গ্রাম কে নাহি ভুলি আমি।
গ্রাম যে আমার জন্মভূমি।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/