Site icon suprovatsatkhira.com

কপিলমুনিতে ১০ ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগীর মাংস বিক্রয়, মুদি দোকানে মূল্য তালিকা না টানানো এবং মিষ্টির দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় কপিলমুনি বাজারে পোল্ট্রি মুরগীর মাংস ব্যবসায়ী আব্দুল সরদার ও বিল্লাল হোসেনকে ৫শ টাকা, দ্রব্য মূল্য না টানানোয় সত্য ভান্ডারকে ২ হাজার টাকা, মা বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, বাবলু সাধুকে ৫শ টাকা, কমলা স্টোরকে ১ হাজার ৫শ টাকা, সজীব স্টোরকে ২ হাজার টাকা, কাঞ্চন স্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের অপরাধে তনয় মিষ্টান্ন ভান্ডারকে ৫শ টাকা ও দধি ঘরের রবিউলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক ও কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version