Site icon suprovatsatkhira.com

উচ্চ মাধ্যমিক পরীক্ষা : সুমাইয়া খাতুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোরা,
স্বপ্ন যে উকি দেয় হলুদ খামে মোড়া,
লেখাপড়া শেষে গভীর রজনীতে ভাবি,
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কি হবো আমি?
শিক্ষিকা অথবা ডাক্তার,
নাকি ইঞ্জিনিয়র?
এ পরীক্ষা মোদের জীবন দালানের ভীত,
নতুন স্বপ্ন মনে ভুলে যায় অতীত,
এ পরীক্ষা মোদের আকাশচুম্বি,
নবজীবন তৈরির সুপ্রভাত সন্ধি,
এ পরীক্ষায় গভীর অধ্যয়ন তপস্যা,
তৈরি মোদের আত্মনির্ভরশীল ভরসা,
এ পরীক্ষায় কেউ হাঁসে কেউ কাঁদে,
শস্যদানা পরিলক্ষিত জীবন আবাদে,
এ পরীক্ষায় কেউ যাবে উপরমহলে,
কেউ বা যাবে ঝরে,
এ পরীক্ষা জানে পরিশ্রমের মর্যাদা,
জানে ভুল ভ্রান্তির ধা-ধা,
এ পরীক্ষা নিজেকে নিজে চেনার উপায়,
এ যে মোদের প্রাণের সাধনায়,
এ পরীক্ষায় গড়বে মোদের ভবিষ্যৎ,
কেউ করবে না সেটা আত্মসাৎ,
এ পরীক্ষা মানে স্বপ্নকে ছুয়ে দেখা,
নিজেই নিজের ছবি আঁকা,
এ পরীক্ষা বোঝায় আত্মোপলব্ধি যোগ্যতা,
বোঝায় এ বিশাল বিশ্বের প্রাপ্যতা,
এ বয়স জানে আশা আকাক্সক্ষা কি?
জানে দক্ষ কলাকৌশল ভাবনাটি,
এ বয়স মানে অসাধ্যকে সাধন করা,
বোঝে সমাজসেবায় ব্রতী হওয়া,
এ বয়স মোদের রক্তের তাজা স্রোত,
সাফল্যের চাবিকাঠি গড়াগড়ি ওতপ্রত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version