Site icon suprovatsatkhira.com

ঈদের পোশাকে বৈচিত্র্যময় নকশা ও আরাম খুঁজছেন ক্রেতারা

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে জমে উঠেছে ঈদের কেনা-কাটা। ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকী। তবে গত বছরের তুলনায় এবার ঈদ বাজারে ক্রেতারা আরামদায়ক পোশাক ও ব্যতিক্রমী নকশাকে প্রাধান্য দিচ্ছেন।
বাজার ঘুরে দেখা যায়, প্রচ- তাপমাত্রার কারণে ক্রেতারা ঈদে আরামদায়ক কাপড়ের পোশাক খুঁজছেন। একই সাথে মেয়েদের পোশাকে কটি স্টাইল, এথনিক ডিজাইন ও কামিজের কাটের বৈচিত্র্যকে প্রাধান্য রয়েছে। বিশেষ করে বেল স্লিভ হাতার কামিজের প্রতিই এবার উঠতি বয়সের মেয়েদের ঝোঁক বেশি। আর ছেলেদের পাঞ্জাবিতে হালকা রং ও নকশার সঙ্গে আলাদা ধরণের ডিজাইন এবং পাঞ্জাবির গলায় ভারি কাজের আধিক্য দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন নারী-পুরুষসহ তরুণ-তরুণীরা তাদের পছন্দের নতুন জামা কাপড় কিনতে ভীড় জমাচ্ছেন বিপণী বিতানগুলোতে।
এবারের ঈদে তরুণ-তরুণীরা সুতি, লিনেন, জর্জেট, এন্ডি সিল্ক, ভয়েল ও মসলিন কাপড়ের তৈরি সাদা, লেমন, গেলাপি ও বেগুনির মতো হালকা মিষ্টি ও উজ্জল রঙের পোশাক বেশি খুঁজছেন। দেশি-বিদেশী ফ্যাশনের আধিক্য নিয়ে কপিলমুনি গাজী মার্কেটে অবস্থিত মেসার্স পপি এন্টারপ্রাইজ ও কপিলমুনির ঐতিহ্যবাহী কাপড়পট্টিতে অবস্থিত জিহান গার্মেন্টস, সাজ ফ্যাশন ও রামকৃষ্ণ বস্ত্র বিতান এই ঈদে তরুণ-তরুণী, বিভিন্ন বয়সের নারী ও যুবকদের জন্য বরাবরের মতোই বৈচিত্র্যময় পোশাক সাজিয়ে রেখেছে।
বিশেষ করে মেয়েদের লেহাংগা ও ফ্লোর টার্চ পোশাকের কদর দেখা গেলেও এবারের ঈদে তরুণীদের পছন্দের পোশাক দো-পাট্টা ও গাউন। মহিলারা কিনছেন সুতি ওড়না, লেলিন কাপড়, কাতান কাপড়, গজ কাপড়সহ বিভিন্ন সিট কাপড়। আর ছেলেরা সাধারণ পাঞ্জাবির পাশাপাশি স্লিম ফিটের সুতি ও সিল্কের উপর গলায় এমব্রয়ডারি কাজের পাঞ্জাবি কিনছেন। আবার অনেকে বিভিন্ন ডিজাইনের হাফ শার্ট, হাফ হাতা গোল গলা ও কলার গেঞ্জি ছেলেদের বেশি কিনতে দেখা যাচ্ছে।
জিহান গার্মেন্টস এর সত্বাধিকারী শেখ আব্দুল গফুর জানান, রমজানের শুরুর দিকে বেচাকেনা একটু কম ছিল। তবে ঈদ যতই এগিয়ে আসছে ততই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কয়টা দিন সামনে আছে যদি আবহাওয়ার পরিবেশ ভাল থাকে তাহলে হয়তোবা আমাদের বেচাকেনার টার্গেট পূরণ হবে বলে আশা করছি।
মেসার্স পপি এন্টারপ্রাইজের ম্যানেজার অলিউল্ল্যাহ গাজী, রামকৃষ্ণ বস্ত্রবিতান মালিক পলাশ বিশ্বাস ও সাজ ফ্যাশানের প্রোপাইটর প্রভাত দেবনাথ জানান, এবারের ঈদে তরুণ-তরুণীদের সাধারণ থ্রিপিচ ৬’শ থেকে ৪ হাজার ৫’শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সালোয়ার-কামিজের কটি দো-পাট্টা ও গাউন ১ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছেলেদের সুতি ও সিল্কের পাঞ্জাবি ১ হাজার ৫’শ টাকা থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে উঠতি বয়সের যুবকদের বিভিন্ন মনোগ্রাম সম্বলিত গোলগলা গেঞ্জি, হাফ হাতা কলার গেঞ্জি ১’শ পঞ্চাশ টাকা থেকে ৬’শ টাকায় বিক্রি হচ্ছে। আবার জিন্স ও গ্যাবাডিন প্যান্ট ৭’শ টাকা থেকে ১ হাজার ৫’শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version