Site icon suprovatsatkhira.com

অপরিপক্ক আম পাড়ায় চাষীর জেল-জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিজ বাগানের কাঁচা আম পেড়ে দেশের বিভিন্ন পাঠানোর অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামে এক চাষীকে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে চারদিনের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ মে) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে সদর সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দশ মণ কাঁচা আম্রপালি আম জব্দ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, জয়নাল তার বাগান থেকে বিপুল পরিমাণ কাঁচা আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এ খবর পেয়ে তিনি সেখানে পৌছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন।
তিনি জানান, আম্রপালি জতের আম আগামী ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করেছেন। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল-জরিমানা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version