যশোর প্রতিনিধি: যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, তারুণ্যের পরাজয়ই দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুন্দর মানসিকতার স্বপ্নকে লালন করে কখনো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, অসহায় রোগীদের স্বেচ্ছায় রক্তের জোগান দিতে হবে কিংবা অসুস্থ কোনো ভাইবোনদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে, জবুথবু শীতের কাঁপুনি থেকে হতদরিদ্র জনগোষ্ঠীকে এক টুকরো উষ্ণতা দেয়ার জন্য কাজ করতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আর্ত মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের সেবা করার মাধ্যমে গড়ে তুলতে হবে সুন্দর এক বিশ্ব।
রোববার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে বেলুন উড়িয়ে ‘আস্থার’ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এরপর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদ চত্বরে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম রফিক্কুনবী, সংগঠনের উপদেষ্টা সদস্য মনিরুজ্জামান মুনির, নুর-ইমাম বাবুল, সভাপতি মেহেদি হাসান শিহাব, সহ-সভাপতি মহি উদ্দীন সানি, সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ, যুগ্ম সম্পাদক ফাহিম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক সজিব হাসান, সহ-সাংগঠনিক কেয়া খাতুন, জাহিদুল ইসলাম টুটুল, অর্থ সম্পাদক ইনামুল হোসেন মামুন, সহ-অর্থ সম্পাদক তামিম হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া ইয়াসমিন রমা, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সহ-দপ্তর সম্পাদক মইনুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খালিদ হাসান খালিদ হাসান শোভন, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তানজিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক খালিদ হাসান রানা, সহ ক্রীড়া সম্পাদক গোলাম আজম, সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমামুল হোসাইন, সহ-সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেরাব হোসেন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক শুভ মল্লিক, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আল মুজাহিদ, সদস্য তৌফিকুল ইসলাম তনিম, মনিরুজ্জামান মনির, রবিউল ইসলাম রবি, টুম্পা খাতুন, বুলবুল আহমেদ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা যশোরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/