ডেস্ক রিপোর্ট: এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার ৯৩.৫৪ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই ফলাফল নিয়ে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডে ২য় স্থান অর্জন করেছে। সার্বিক বিবেচনায় জেলার শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবছর সাতক্ষীরা জেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৬ হাজার ৯৬২জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩ দশমিক ৫৪ ভাগ শিক্ষার্থী। যশোর বোর্ডে ২য় স্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা।
আর জেলার শীর্ষ স্থান অর্জন করেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন এ প্লাস ও ১২৮ জন এ গ্রেড পেয়েছে।
অপরদিকে, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৫২ পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস পেয়েছে ৮২জন ও এ গ্রেড পেয়েছে ৯৮ জন।