শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা বেগম মমতাজ ওয়াহেদের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ১০টায় উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপি নেতা ফারুক হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, জেলা পরিষদ সদস্য এসএম গোলাম মোস্তফা মুকুলসহ হাজার হাজার মানুষ।