শ্যামনগর প্রতিনিধি: অদক্ষ চালক দ্বারা ডাম্পার গাড়ি চালানো বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামের বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামে অদক্ষ চালকদের দিয়ে ডাম্পার গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। খানপুর এলাকার প্রভাবশালী ইট ভাটা ব্যবসায়ী মোস্তাক হোসেনের হাজী ব্রিকস-এর কয়েকটি ডাম্পার গাড়ি চালানোর সময় বিকট শব্দে রাস্তার পাশের বাড়ি ঘরে ছেলে মেয়েরা পড়াশুনা করতে পারছে না। রাতে মানুষদের ঘুম হারাম হয়েছে। সম্প্রতি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কয়েকটি গৃহপালিত পশু মারা গেছে। এমতাবস্থায় ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। এছাড়া ডাম্পারের বিকট শব্দ ও কালো ধোয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। অভিযোগপত্রে এ বিষয়ে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।