বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
রোববার (৫ মে) বিকাল ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে দুই শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ (চিড়া, মুড়ি, সেমাই, চিনি, স্যালাইন, ঔষধ, বিস্কুট, মোমবাতি ও ম্যাচ) বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি খালেদ হাসান নয়ন, মো. ফারুক হোসেন আশিক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, ছাত্রলীগ নেতা তৌফিক জামান মোহন, আব্দুল্লাহ আল নোমান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, স.ম ওসমান গনী সোহাগ, আহম্মেদ রনি, মোহাম্মদ আসিফ, মামূনুর রশীদ সুমন, মো. ইমাম হোসেন, মো. সোহেল রানা, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।