শার্শা প্রতিনিধি: রাজনৈতিক নেতা-কর্মীদের সম্মানে শার্শা উপজেলা যুবলীগের ইফতার ও দোয়া মাহফিলে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেন আমরা আরো উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি এবং ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উঠে গেছে। দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে আগামী ২০৪১ সালের আগেই আমরা ধনী দেশে পরিণত হবো।
রোববার বিকেলে শার্শা উপজেলা যুবলীগের আয়োজনে নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিতে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যুবলীগ নেতা আজহার উদ্দিন স্বপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, কৃষকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী গগন, উপজেলা আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হোসেন আলী, হাদিউজ্জামান, আব্দুর রসিদ, মিজানুর রহমান মিজান, হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আয়নাল হক, ইলিয়াছ কবির বকুল, ২নং লক্ষনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৪নং বেনাপোল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, ৫নং পুটখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফ্ফার সরদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৬নং গোগা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ৭নং কায়বা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৮নং বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ৯নং উলাশী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, ১০নং শার্শা ইউনিয়ন আ.লীগের সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, ১১নং নিজামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে: শেখ আফিল উদ্দিন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/