Site icon suprovatsatkhira.com

শার্শায় সন্ত্রাসী হামলায় আহত ৫

শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নের অগ্রভূলোটে সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৮ মে) রাত সাড়ে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, শরবত আলীর ছেলে আবুল কাশেম (৩৫), আব্দুল গনির ছেলে শফিউল্লাহ (৩০), কাদের বিশ্বাসের ছেলে তহিদুল বিশ্বাস (৩৩), আবু তালেব মন্ডলের ছেলে লালন হোসেন (৩১)।
আহতদের মধ্যে ফকির চানের ছেলে নবিছদ্দীর (৪০) অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ফকির চানের ছেলে লুৎফর বলেন, সম্প্রতি গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ ও ইউপি সদস্য তবিবর রহমানের মধ্যে গরুর খাটাল নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এই শত্রুতার জের ধরে চেয়ারম্যান আব্দুর রশিদের পোষ্য সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তবিবর মেম্বরের অফিসসহ দোকানপাট ভাঙচুর করেছে। এমনকি তারাবি নামাজরত অবস্থায় তিনজনকে ধরে মারপিট করে সন্ত্রাসী বাহিনী।
এ বিষয়ে আহত আবুল কাশেম বলেন, আমি তারাবি নামাজ শেষ করে বাজারে ছিলাম। কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালায়।
ইউপি সদস্য তবিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার কর্মীদের উপর দেশি-বিদেশি অস্ত্র, বোমা, হকিস্টিক, রামদা নিয়ে হামলা চালিয়েছে চেয়ারম্যান আব্দুর রশিদের ক্যাডার বাহিনী।
এবিষয়ে চেয়ারম্যান আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে আম পাড়া নিয়ে ওই গ্রামে একটা বিবাদ সৃষ্টি হয় এবং হযরত আলী নামে একজনকে তবিবর মেম্বরের লোকজন মারধর করে। হযরত মামলা করে। ওই মামলার আসামিকে পুলিশ ধরতে আসে অগ্রভূলোট বাজারে। আসামিরা পুলিশের আগমন দেখে পালিয়ে যায়। সেই আসামিরা পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের ছেলে অহেদকে ইট চেলে মারে। সেখানে বেধে যায় হট্টগোল। সে যশোর ২৫০ শস্য হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে শার্শা থানার এসআই আবুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে মামলা হয়েছে। মামলা নম্বর ১১।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version