Site icon suprovatsatkhira.com

শার্শায় জমে উঠেছে আমের বাজার

শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): যশোরের শার্শার বেলতলা বাগুড়ীতে আমের বাজার জমে উঠেছে।
প্রতিদিন এই বাজার থেকে দুইশ মেট্রিক টন আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ঝিকরগাছা, সাতক্ষীরা ও যশোরের সংযোগস্থল হওয়ায় বাজারটি জমজমাট থাকে সব সময়।
বাজারে এখন মোহনভোগ, হিমসাগর ও গোপালভোগ আম আসছে বেশি। ১৮শ’ থেকে ৩৬শ’ টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব আম।
ঢাকা ও কুষ্টিয়া থেকে আসা আম ব্যবসায়ী ফরিদ গাজি ও আরমান মোল্লা বলেন, এই হাটে আমের মজুদ বেশি থাকে। যে কারণে দামও কম। এসব আম ঢাকা ও চট্টগ্রামে বেশি দামে বিক্রয় করা হচ্ছে।
ব্যবসায়ী বাবলু হোসেন ও আকবার আলী বলেন, প্রচুর আম আমদানি হচ্ছে। জমজমাট বেচাকেনাও হচ্ছে। এই অঞ্চলের আম দেশের বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। আমের মান ভাল হওয়ায় চাহিদাও ভাল রয়েছে।
জামতলা গ্রামের আমচাষী কালামুল্লা বলেন, ৪ বিঘা জমিতে আম চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। ৩ লাখ টাকার আম বিক্রির আশায় রয়েছেন।
বাজার কমিটির সভাপতি ও কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ২শ মেট্রিক টন আম বেচাকেনা হচ্ছে। আমের গুণগত মান ঠিক রাখতে কমিটির সদস্যদের নিয়ে তদারকি করছেন তিনি। এবার আমে ফরমালিন রোধে গণসচেতনতাসহ প্রচার-প্রচারণা চালানোও হয়েছে বলে জানালেন তিনি।
বাগআঁচড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সুকদেব বলেন, আমবাগান নজরদারিতে রেখেছে প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষা নিয়েও সজাগ রয়েছে পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, উপজেলায় চলতি মৌসুমে চাহিদার থেকেও বেশি আম চাষ হয়েছে। ফলন ও দাম ভাল পাওয়ায় খুশি হচ্ছে চাষীরা। এছাড়া আমের বাজারগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও জানালেন কৃষি কর্মকর্তা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version