Site icon suprovatsatkhira.com

শার্শায় ইউপি সদস্য তবিবুরের বিরদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলোট গ্রামের ইউপি সদস্য তবিবুরের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
মামলার বাদী হযরত আলীর দাবি, গত ২৪ এপ্রিল দুপুরে তবিবুর রহমানের শ্যালক আবু মুসার আম গাছ থেকে তার (বাদী) ছোট ছেলে আল-আমিন ও কয়েকজন বন্ধু আম পেড়ে খায়। এসময় তা নিয়ে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, পরে রাত ৮টার দিকে অগ্রভূলোট বাজারে আকবর আলীর চায়ের দোকানে আমি বসে চা খাচ্ছিলাম। এমন সময় তিন-চার জন লোক আমার উপর হামলা করে। এছাড়া আমাকে হাতুড়ি এবং লোহার রড দিয়ে পিটিয়েছে। এ ঘটনায় শার্শা থানায় তবিবুর রহমানসহ ১১ জনের নামে মামলা দায়ের করেছি।
আসামি ইউপি সদস্য তবিবুরের কাছে জানতে চাইলে তিনি ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে দায়ী করে বলেন, অনেক দিন ধরে চেয়ারম্যানের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। রশিদ চেয়ারম্যান সবসময় পরিষদ থেকে আমাকে মাইনাস করে রাখতেন। কিছু হলেই আমার নামে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিতেন। এই হামলার বিষয়েও আমি কিছুই জানি না। চেয়ারম্যানই আমাকে জড়িয়ে দিতে চাইছে।
তবে রশিদ চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন, তবিবুর মেম্বার হযরতকে মারেনি। সে দাঁড়িয়ে ছিল। তার কয়েকজন সঙ্গী তার উপরে হামলা করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version