Site icon suprovatsatkhira.com

লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত নির্বাচন

ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহণে লবণ সহিষ্ণু ধানের জাত নির্বাচন করা হয়েছে।
রোববার (১৯ মে) বিকালে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা আদর্শ গ্রাম এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিএমজিএফ স্ট্রাসা প্রজেক্টের অর্থায়নে এই জাত নির্বাচন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিএফ স্ট্রাসা প্রজেক্টের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওয়াসীম আকরাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার ও ফার্ম ম্যানেজার মো. তরিকুল ইসলাম।
এ সময় কৃষকরা সরেজমিনে বিনা ধান ১০ ও বিনা ধান ৮ এর জাত নির্বাচন করে। এই কর্মসূচিতে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version