Site icon suprovatsatkhira.com

যশোর ফাইন আর্ট কলেজে ৫ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন

যশোর প্রতিনিধি: শিল্পজ্ঞান মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে বলে জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইন্স বিভাগের ডিন ড. আনিসুর রহমান বলেছেন, শিল্পজ্ঞান না থাকলে বিজ্ঞানের সৃষ্টিও মানুষের কল্যাণ করতে পারে না। বিজ্ঞানের চরম উৎকর্ষতার মধ্যেও রয়েছে শিল্পকলার ছোঁয়া। আর এজন্য আমাদের সবার মধ্যে শিল্পজ্ঞান সৃষ্টি করতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় যশোর এস.এম সুলতান ফাইন আর্ট কলেজে ৫ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউডা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিল্পী শাহজাহান আহম্মেদ বিকাশ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল
পরিচালনা করেন কলেজের প্রভাষক গৌতম কুমার বিশ্বাস।
পাঁচদিনের চিত্রকলা প্রদর্শনীতে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের দুটিসহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের ৭০টি চিত্রকর্ম প্রদর্শনী করা হবে। আগামী ১৯ মে এ প্রদর্শনী শেষ হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version