Site icon suprovatsatkhira.com

যশোরে যৌন হয়রানির শিকার শিশুদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, অভিযুক্ত আমিনুর পলাতক

যশোর প্রতিনিধি: যশোর শহরের যৌন হয়রানির শিকার চার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বলেছেন, চার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। দুই একদিনের মধ্যে রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।
এদিকে, আলোচিত এ ঘটনায় অভিযুক্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর এলাকার হানেফের ছেলে এবং শহরের খড়কি এলাকার পীরবাড়ির পাশে এহসানুল হকের বাড়ির কেয়ারটেকার আমিনুল ইসলামকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ এপ্রিল বেলা সাড়ে তিনটার দিকে আমিনুর রহমান আম ও ফুল দেওয়ার কথা বলে এক শিক্ষার্থীকে পাশে এহসানুল হকের বাগানবাড়ির বাউন্ডারির মধ্যে নিয়ে ধর্ষণ করেন। একই ভাবে গত ১৯ জানুয়ারি থেকে বিভিন্ন সময় স্কুলের আরো তিন ছাত্রীকে ধর্ষণ করে। এছাড়া গত ২৭ এপ্রিল বিকেলে আরো দুই ছাত্রীকে ওই বাগানবাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় মেয়েরা চিৎকার দিলে ঘটনাটি জানাজানি হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হায়াৎ মাহমুদ বলেন, মামলার ভিকটিম চারশিশুকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ বিষয়ে খোঁজ নিতে স্কুলের প্রধান শিক্ষককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী আরা জানিয়েছেন, ওই ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এছাড়া স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে নানাভাবে সতর্ক করা হচ্ছে।
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, অভিযুক্ত আমিনুর রহমানকে গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, স্কুলের পক্ষ থেকে তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version