মে ১৯, ২০১৯
যশোরে পুলিশ পরিচয়ে ছিনতাই
যশোর প্রতিনিধি: যশোর বেনাপোল সড়কে রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে পুলিশ পরিচয়ে ছিনতাই করেছে কয়েকজন দুর্বৃত্ত। এসময় দুইজনকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তারা। ধারালো অস্ত্রের আঘাতে আহত আকবার আলী (২০) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চাঁচড়া চেকপোস্ট এলাকার কুরবান আলীর ছেলে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার সহযোগী সুমন সরদার (১৫) একই এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তারা দুইজনে নাভারণ বাজারের যশোর ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেটরে কাজ করে। 9,123,819 total views, 10,783 views today |
|
|
|