মে ১৩, ২০১৯
যশোরে চিত্রকলার ওয়ার্কশপে জেলা প্রশাসক আব্দুল আওয়াল: সমাজে শিল্পবোধ সম্পন্ন মানুষের প্রয়োজন
![]() যশোর প্রতিনিধি: সমাজে শিল্পবোধ সম্পন্ন মানুষের প্রয়োজন আছে উল্লেখ করে যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, শিল্প ভাবাপন্ন মানুষ কখনো রডের পরিবর্তে বাঁশ দিতে পারে না। তারা সমাজের কাউকে ক্ষতি করতে পারে না। সমাজ উন্নয়নে কাজ করে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। 9,123,930 total views, 10,894 views today |
|
|
|