Site icon suprovatsatkhira.com

মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ৬ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মন্দির শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের ৬ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক নিমাই চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মনোষ কুমার মন্ডল, সঞ্জয় সরকার, কম্পিউটার অপারেটর দীপঙ্কর মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নিচ্ছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version