Site icon suprovatsatkhira.com

মণিরামপুর পৌর শহরে উচ্ছেদের দুই মাস না যেতেই ফের দখল

যশোর প্রতিনিধি: অবৈধ স্থাপনা উচেছদের দুই মাস পার না হতেই যশোরের মণিরামপুর পৌরশহর আগের রূপে ফিরে গেছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক লাগোয়া (পৌরশহরের) সংযোগ সড়কের মুখ, ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশে মালামাল রেখে এক শ্রেণির দখলবাজরা দখলে নিয়েছে। অথচ মাস দুয়েক আগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, পৌরশহর যানজটমুক্ত করতে গত ৭ মার্চ থেকে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ও এসিল্যান্ড সাইয়েমা হাসান যশোর-সাতক্ষীরা মহাসড়ক লাগোয়া অবৈধ স্থাপনা, ইজিবাইক, ভ্যানগাড়িসহ ছোট ইঞ্জিনচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেন। এ সময় অনেক অবৈধ দখলদারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল জরিমানা করা হয়। প্রশাসনের এমন কঠোর অবস্থানে সড়ক লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলাসহ প্রায় সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। এর আগে গত কয়েক বছর যাবত উপজেলা আইন শৃংখলা কমিটির প্রায় প্রতিটি সভায় পৌরশহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হলেও তা কার্যকরী হতে দেখা যায়নি। ইউএনও ও এসিল্যান্ডের এমন কঠোর পদক্ষেপে পৌরশহরে যানজট পুরোপুরি নিরসন না হলেও পৌরবাসির দুর্ভোগ কমে আসে। উচ্ছেদের মাস না পেরুতেই দৃশ্যপট পাল্টাতে থাকে। রহস্যজনক কারণে সংশ্লিষ্ট প্রশাসন নজর না দেয়ায় বর্তমানে পৌরশহরের দৃশ্যপট পুরো পরিবর্তন হয়ে গেছে। জায়গা দখলে নিলেও ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, দখলের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version