মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পবিত্র রমজান মাস শুরু হলেও যশোরের মণিরামপুরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এখনো পর্যন্ত ব্যবসায়ীদের সাথে প্রশাসন কোন আলোচনার উদ্যোগ নেয়নি। এ নিয়ে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এদিকে, মণিরামপুরে ৩০ টাকার পাকা কলা এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। একই ভাবে মাছ ও কাঁচাবাজারসহ সিন্ডিকেটের মাধ্যমে রমজানকে পুজি করে সব ধরণের পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ক্রেতাদের অভিযোগ, ইতোপূর্বে রমজান উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কম বেশী বাজার মনিটরিং এবং মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হলেও এবার তা চোখে পড়ছে না। অভিযোগ রয়েছে, রমজান মাস কবে আসবে এমন অপেক্ষায় ছিলেন সিন্ডিকেট সৃষ্টিকারী কিছু অসাধু ব্যবসায়ী। রমজানের আগের দিন যে মাছ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি। একদিনের ব্যবধানে তা ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে কাঁচাবাজার, ফল বাজার এবং কলাসহ রমজানের নিত্য পণ্যের অন্যান্য বাজারেও।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এখনো পর্যন্ত কোন আনুষ্ঠানিক আলোচনা হয়নি। খুব শিঘ্রই আলোচনার মাধ্যমে রমজান মাসের দ্রব্যমূল্য নির্ধারণ হতে পারে।
অপরদিকে দাবি উঠেছে, শুধু পৌর শহর নয়, উপজেলার ১৭টি ইউনিয়নের হাট-বাজার মনিটরিং এর মাধ্যমে রমজানের দ্রব্যমূল্য নির্ধারণসহ মূল্য বৃদ্ধিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও ভেজাল বিরোধী অভিযান চালানোর।
মণিরামপুরে ৩০ টাকার পাকা কলা এখন ৭০ টাকা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/